১.খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
ক. চাপালিশ
খ. কেওড়া
গ. গেওয়া
ঘ. সুন্দরী
২ . বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?
(ক)১৭০০ সালে
(খ)১৭৬২ সালে
(গ)১৭৯৩ সালে
(ঘ)১৯৬৫ সালে
৩.সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত –
(ক) টি এস সি মোড়
(খ)ঢাকা বিশ্ববিদ্যালয়
(গ)রেসকোর্স ময়দান
(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
৪.শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়?
(ক) ঢাকা
(খ)ময়মনসিংহ
(গ)চট্টগ্রাম
(ঘ) নড়াইল
৫.ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
(ক ) ইসলাম খান
(খ ) ইব্রাহিম খান
(গ ) শায়েস্তা খান
(ঘ ) মীর জুমলা
৬. শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
(ক ) বিয়াম
(খ ) নায়েম
(গ ) টিটিসি
(ঘ ) ইউজিসি
৭. সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে?
(ক ) হামিদুজ্জামান
(খ ) নিতুন কুন্ডু
(গ ) মৃনাল হক
(ঘ ) শামীম শিকদার
৮.মানবাধিকার দিবস পালিত হয় কবে?
(ক ) ২৬ জুন
(খ ) ১ আগষ্ট
(গ ) ১ মে
(ঘ ) ১০ ডিসেম্বরে
৯.কান্তজীর মন্দির’কোন জেলায় অবস্থিত?
(ক ) জয়পুর হাট
(খ ) কুমিল্লা
(গ ) দিনাজপুর
(ঘ ) রাঙ্গামাটিে
১০.বাংলাদেশের সীমান্তবতী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
(ক ) বান্দরবন
(খ ) চাপাইনবাবগঞ্জ
(গ ) পঞ্চগড়
(ঘ ) দিনাজপুরে
১১. বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষনা ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
(ক ) রাজশাহী
(খ ) ঢাকা
(গ ) চট্টগ্রাম
(ঘ ) চাঁদপুরে
১২.বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?
(ক ) ৪ জানুয়ারী ১৯৯০
(খ ) ৩ ফেব্রুয়ারী ১৯৯০
(গ ) ৩ মার্চ ১৯৯০
(ঘ ) ৪ জানুয়ারী ১৯৯১ে
১৩. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগন বাংলাদেশী বলে পরিচিত হবেন?
(ক ) ৬(১)
(খ ) ৬(২)
(গ ) ৭
(ঘ ) ৮ে
১৪.পূনর্ভবা , নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
(ক ) মহানন্দা
(খ) ভৈরব
(গ ) কুমার
(ঘ ) বরালে
১৫. প্রাচীন পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত ?
(ক ) ময়নামতি
(খ ) বিক্রম পুর
(গ ) পাহারপুর
(ঘ ) মহাস্থানগড়ে
১৬. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
(ক ) ড: রমেশচন্দ্র মজুমদার
(খ ) ড: মুহাম্মদ হাসান
(গ ) ড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন
(ঘ ) স্যার এ.এফ.রহমানে
১৭.প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত?
(ক ) ৪ বছর
(খ ) ৫ বছর
(গ ) ৩ বছর
(ঘ ) ৭ বছরে
১৮.কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
(ক ) মারমা
(খ ) খাসিয়া
(গ ) সাওতাল
(ঘ ) গারোে
১৯. নিম্নের কোন পর্যটক সোনারগাও এসেছিলেন?
(ক ) ফা হিয়েন
(খ ) ইবনে বতুতা
(গ ) মার্কো পোলো
(ঘ ) হিউয়েন সাংে
২০. বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
(ক ) ৩
(খ ) ৪
(গ ) ৫
(ঘ ) ৬ে
২১.বাংলাদেশ কোন সালে CTBT অনুমোদন করেন?
(ক ) ১৯৯৯
(খ ) ২০০০
(গ ) ২০০১
(ঘ ) ২০০২ে
২২.বাঙালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
(ক ) রাজশাহী
(খ ) পাবনা
(গ ) বগুড়া
(ঘ ) সিরাজগঞ্জে
২৩. সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রনালয়ের কার্যক্রম?
(ক ) অর্থ
(খ ) ডাক ও টেলিযোগাযোগ
(গ ) বিঞ্জান ও প্রযুক্তি
(ঘ ) পররাষ্ট্রে
২৪.মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?
(ক ) ১ জুলাই ১৯৯১
(খ ) ১ জুলাই ১৯৯৩
(গ ) ১ জুলাই ১৯৯৪
(ঘ ) ১ জানুয়ারী ১৯৯৬
২৫. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
(ক ) জিকা
(খ ) ইউএন ডিপি
(গ ) বিশ্বব্যাংক
(ঘ ) আই এম এফে
২৬.সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি ?
(ক) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
(খ) দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহন না করা
(গ) নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
(ঘ) কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করাে
২৭.নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
(ক) সততা ও নিষ্ঠা
(খ) কর্তব্যপরায়নতা
(গ) মায়া ও মমতা
(ঘ) উদারতাে
২৮. “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের , সরকারের সঙ্গে শাসিত জনগনের , শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়”- উক্তিটি কার?
(ক) এরিস্টটল
(খ) জন স্ট্রুয়াট মিল
(গ) মার্কনী
(ঘ) মেকিয়াভেঙ্গিে
২৯.জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল-
(ক) সুশাসন
(খ) আইনীর শাসন
(গ) রাজনীতি
(ঘ) মানবাধিকারে
৩০. প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
ক. ১৯৭৪
খ. ১৯৭৬
গ. ১৯৭৭
ঘ. ১৯৭৮ে
৩১.বাংলাদেশের সর্বপ্রথম যাদুঘর কোনটি?
ক. জাতিতাত্ত্বিক যাদুঘর
খ. জাতীয় যাদুঘর
গ. বরেন্দ্র গবেষণা যাদুঘর
ঘ. ঢাকা নগর যাদুঘরে
৩২.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর-
ক. নাটোরে
খ. চাঁপাইনবাবগঞ্জে
গ. জয়পুরহাটে
ঘ. নওগাঁয়ে
৩৩.হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
ক. রাঙ্গামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান
ঘ. সন্দ্বীপে
৩৪.১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
খ. মেজর জেনারেল মনজুর
গ. মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
ঘ. মেজর জেনারেল এইচ এম এরশাদে
৩৫.কুমিল্লা বার্ড (BARD) –এর প্রতিষ্ঠাতা কে?
ক. মোহাম্মদ আইউব খান
খ. আখতার হামিদ খান
গ. আবদুল হামিদ খান ভাসানী
ঘ. এ. কে. ফজলুল হকে
৩৬. ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ক. ঢাকায়
খ. লাহোরে
গ. করাচিতে
ঘ. নারায়ণগঞ্জেে
৩৭. বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক. কর্নওয়ালিস
খ. ক্লাইভ
গ. জন মেয়ার
ঘ. ওয়ারেন হেস্টিংসে
৩৮সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ক. আড়িয়াল খাঁ
খ. সুরমা
গ. চন্দনা
ঘ. রূপসাে
৩৯. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
ক. ময়নামতি
খ. সোনারগাঁ
গ. ঢাকা
ঘ. পাহাড়পুরে
৪০.বাংলাদেশে ‘নব-নৈতিকতার প্রবর্তক হলেন-
(ক) আরজ আলী মাতুব্বর
(খ) বরকত উল্লাহ
(গ) জে.সি. দেব
(ঘ) আব্দুল মতিনে
৪১.আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালাে নাগরিক হওয়ার প্রত্যাশা কর।
(ক) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
(থ) আইনের শাসন
(গ) নৈতিক অনুশাসন
(ঘ) আইনের অধ্যাদেশে
৪২.সভ্য সমাজের মানদন্ড হলাে-
(ক) গনতন্ত্র
(খ) আইনের শাসন
(গ) বিচার ব্যবস্থা
(ঘ) সংবিধানে
৪৩. ‘বিপরীত বৈষম্য’ – এর নীতিটি প্রযােগ করা
(ক) প্রতিবন্ধিদের ক্ষেত্রে
(খ) সংখ্যালঘুদের ক্ষেত্রে
(গ) পিছিয়ে পড়া জনোগোষ্ঠীর ক্ষেত্রে
(ঘ) নারীদের ক্ষেত্রেে
৪৪.মূল্যবােধ হলাে?
(ক) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
(খ) মানুষের সাথে মানুষের পারস্পারিক সম্পর্ক নিধারন
(গ) সমাজ জীবনে সুখী হাওয়ার উপাদান
(ঘ) মানুষের প্রাষ্ঠানিক কা্যাবলী ঠিক নিদেশনাে
৪৫.জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলাে -
(ক)দারিদ্র বিমোচন
(খ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
(গ) মৌলিক অধিকার রক্ষা
(ঘ) নারীদের উন্নায়ন ও সুরক্ষাে
৪৬.নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
(ক) নৈতিক শাসন
(খ) অংশগ্রহণ
(গ) স্বচ্ছতা
(ঘ) জবাবদিহিতাে
৪৭। নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?
(ক) প্রতীক
(খ)ভাষা
(গ) আইন
(ঘ) মূল্যবোধ
৪৮।জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন?
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র
(খ) ফ্রান্স
(গ) জার্মান
(ঘ) যুক্তরাজ্যে
৪৯.মূল্যবোধ পরীক্ষা করে -
(ক) ভাল ও মন্দ
(খ) ন্যায় ও অন্যায়
(গ) নৈতিকতা ও অনৈতিকতা
(ঘ) উপরের সবগুলোে
৫০.গোল্ডেন মিন (Golden Mean) হলো-
(ক) সমস্ত সম্ভাব্য কর্মের গড়
(খ) ত্রিভূজের দুটি বাহন ভূ-কেন্দ্রিক সম্পর্ক
(গ) একটি প্রাচীন দার্শনিক ধারার নাম
(ঘ) দুটি চরম পন্থায় মধ্যবর্তী অবস্থাে
১০ তম বিসি এস থেকে ৪০ তম বিসি এস
বিষয়ঃ বাংলাদেশ বিষয়াবলি, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
উত্তরমালাে
১.ঘ ২.গ ৩.ঘ ৪খ ৫. ক ৬.খ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.ক ১১.ঘ ১২.ক ১৩.খ ১৪. ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.খ ১৮.ক ১৯.খ ২০.গ
২১. খ ২২.খ ২৩.খ ২৪. ক ২৫.গ
২৬.গ ২৭.ক ২৮.খ ২৯.ক ৩০.ক ৩১.গ ৩২.খ ৩৩. খ ৩৪.গ ৩৫.খ ৩৬.খ ৩৭.ক ৩৮.খ ৩৯.খ ৪০ক ৪১.ক ৪২.খ ৪৩.ঘ ৪৪.ক ৪৫.খ ৪৬.ক ৪৭.গ ৪৮.ঘ ৪৯.ঘ ৫০.ঘ
0 Comments